News71.com
 Health
 07 Apr 19, 05:15 AM
 1009           
 0
 07 Apr 19, 05:15 AM

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর॥ হতে পারেন অন্ধ

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর॥ হতে পারেন অন্ধ

হেলথ ডেস্ক: আপনি কি সিগারেট খান? তাহলে আরেকবার সিগারেট খাওয়ার আগে ভাবুন। অনেকেই হয় তো জানেন না সিগারেট শুধু হার্ট বা ফুসফসের নয়, চোখেরও মারাত্নক ক্ষতি করে। সম্প্রতি একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।ধূমপানের ফলে রেটিনার ব্যাপকভাবে ক্ষতি হয়। মূলত রেটিনা আমাদের যে কোনো জিনিস দেখতে সাহায্য করে। এটি আসলে ক্যামেরার মত। যা মস্তিষ্কে একটি বস্তুর প্রতিবিম্ব তৈরি করে।চিকিৎসকদের মতে, ধূমপানের ফলে রক্তে রাসায়নিকের পরিমান বাড়ে। ফলে রেটিনায় রক্ত ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এর ফলে চোখের ব্যাপক ক্ষতি হয়।

সম্প্রতি সাইকিয়ট্রি রিসার্চের একটি জার্নালে প্রকাশিত হয়েছে, ধূমপায়ীদের বর্ণান্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক। সিগারেট খাওয়ার ফলে শরীরে যে নিউরোটক্সিক রাসায়নিক ঢোকে, তার জন্যই রং চিনতে অসুবিধা তৈরি হয়।পরে তা আপনার জন্য অন্ধত্ব পর্যন্ত টেনে আনতে পারে। ধূমপানের ফলে ছানি পরা এমনকী গ্লকোমা পর্যন্ত হতে পারে।অনেক সময় এর কারণে তৈরি হওয়া চোখের সমস্যা ধরতে পারেন না চিকিত্সকরা। রেটিনায় হওয়া এএমডি এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা বাড়তে থাকে পরে তা থেকেও মানুষ অন্ধ হয়ে যেতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন