News71.com
 Entertaintment
 06 Jun 22, 06:47 PM
 885           
 0
 06 Jun 22, 06:47 PM

৩ দিনে ১০০ কোটির ঘরে কমল হাসানের ‘বিক্রম’।।

৩ দিনে ১০০ কোটির ঘরে কমল হাসানের ‘বিক্রম’।।

বিনোদন ডেস্কঃ বড় পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার কমল হাসান। তার নতুন সিনেমা ‘বিক্রম’ মুক্তির তিনদিনেই সুপারহিটের তকমা পেয়ে গেছে, আয় করেছে শত কোটি! দীর্ঘ প্রায় চার বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন কমল হাসান। তার এই কামব্যাককে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছেন ভক্তরা। শুক্রবার (৩ জুন) মুক্তির পর থেকেই ‘বিক্রম’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। প্রথম দিনেই এটি ৩৩ কোটি রুপি ব্যবসা করেছে। তার মধ্যে তামিলনাড়ুতেই আয় ২১ কোটি। 

তবে ‘বিক্রম’ দক্ষিণ ভারতে ভালো ব্যবসা করলেও হিন্দি বেল্টে খুব একটা ভালো দর্শক পাচ্ছে না। জানা যায়, এখন পর্যন্ত শুধুমাত্র তামিলনাড়ুতেই ৬০ কোটি রুপিরও বেশি আয় করেছে সিনেমাটি। একইসঙ্গে প্রতিবেশী রাজ্যগুলোতেও ভালো সাড়া পাচ্ছেন। কেরালাতে মাত্র ৩ দিনে ১৫ কোটি রুপি আয় করেছে ‘বিক্রম’। এটি এখন পর্যন্ত কেরালাতে সর্বোচ্চ আয়কৃত তামিল সিনেমা। সপ্তাহ শেষে অ্যাকশন-থ্রিলারটি ১৫০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন