News71.com
 Entertaintment
 12 Jun 20, 05:58 PM
 648           
 0
 12 Jun 20, 05:58 PM

করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল॥থাকছে না কোন বাড়তি জৌলুস

করোনা পরিস্থিতিতেও শুরু হচ্ছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল॥থাকছে না কোন বাড়তি জৌলুস

বিনোদন ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে একে একে বাতিল হয়েছে বিশ্বের বড় বড় সব চলচ্চিত্র উৎসব। তবে করোনা ও আম্পান মোকাবিলা করতে থাকা পশ্চিমবঙ্গে সীমিত পরিসরে হলেও শুরু হচ্ছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিকূল পরিস্থিতিতে যথেষ্ট উদ্বেগ ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু করোনার কালবেলায় স্বাভাবিকভাবেই খরচের ব্যাপারে কাটছাঁট করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলেও অনুষ্ঠানের জৌলুস সেরকমভাবে থাকছে না।


করোনা পরিস্থিতির জন্য কোনোপ্রকারে উৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে খরচ কমানোর কথা ভাবা হচ্ছে। মূলত আন্তর্জাতিক উৎসব আয়োজক সংস্থা ‘ফিয়াপ’-এর নিবন্ধন অক্ষুন্ন রাখতে গেলে উৎসব হওয়াটা জরুরি। সেজন্যই এই সিদ্ধান্ত। জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) চলচ্চিত্র উৎসব কমিটির প্রথম একটি বৈঠক হয়েছে। দু’জন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এবং উৎসব পরিচালক রাজ চক্রবর্তী-সহ কোর কমিটির কিছু সদস্য। আপাতত উৎসবের দিন নির্ধারিত হয়েছে ৫ থেকে ১২ নভেম্বর। এবার প্রদর্শিত সিনেমার সংখ্যা অনেকটাই কমানো হবে। তবে উৎসবে দেশ-বিদেশের অতিথি ও বিচারকদের আসার ব্যাপারটাও এখনও অনিশ্চিত রয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন