News71.com
 Entertaintment
 17 Mar 20, 06:39 PM
 666           
 0
 17 Mar 20, 06:39 PM

এবার করোনা নিয়ে হচ্ছে বলিউড সিনেমা ।।

এবার করোনা নিয়ে হচ্ছে বলিউড সিনেমা ।।

বিনোদন ডেস্ক: বলিউডের ট্রেন্ডিং লিস্টে এবার গেল প্রাণঘাতী ভাইরাস করোনার নামও। নতুন যে কোনো বিষয় নিয়ে বলিউডের আগ্রহ বরাবরই। বালাকোট এয়ারস্ট্রাইকের পর প্রযোজক-পরিচালকদের বিষয়টি নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে গিয়েছিল। একই ঘটনা ঘটেছিল কাশ্মিরে ৩৭০ ধারা তুলে নেয়ার পরও। ছবির নাম নথিভুক্তও হয়েছে অনেক। কিন্তু করোনা নিয়ে ছবি! তাও আবার গোটা পৃথিবী যখন এই ভাইরাসের আতঙ্কে তটস্ত, তখন? কিন্তু চলচ্চিত্র নির্মাতাদের এ বিষয়ে কোনো হেলদোল নেই। আতঙ্কের মাঝেও ব্যবসার দিকে নজর রেখেছেন তারা। তাই ছবির নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি খেলা। প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে এরোজ ইন্টারন্যাশনাল। ইতিমধ্যেই তারা ‘করোনা প্যায়ার হ্যায়’ নামটি রেজিস্টার করে ফেলেছে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কহোনা প্যায়ার হ্যায়’-এর সাথে টুইস্ট রেখেই নাকি নাম ও বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। শুনে মনে হতে পারে, এ সব নেহাত গুজব। এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। কিন্তু তা নয় একেবারেই। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসর কাউন্সিল জানিয়েছে, ‘গত সপ্তাহেই এরোজ ইন্টারন্যাশনাল করোনা প্যায়ার হ্যায় নামে একটি ছবির রেজিস্ট্রেশন করিয়েছে।’ প্রযোজক কৃষ্ণা লুল্লা জানিয়েছেন, ‘চিত্রনাট্য লেখার কাজ চলছে। ছবির বিষয়বস্তু প্রেম কাহিনি নির্ভর। তার মধ্যে বিশ্ব মহামারির বিষয়বস্তুটিও থাকবে। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। তারপরই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে।’ তবে শুধু ‘করোনা প্যায়ার হ্যায়’ নয়, করোনা নিয়ে আরো একটি ছবি রেজিস্ট্রার হয়েছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসর কাউন্সিলে। সেই ছবিটির নাম ‘ডেডলি করোনা’। যদিও এনিয়ে বিস্তারিত খবর এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন