entertaintment
 18 Sep 19, 05:42 PM
 72             0

অজয় দেবগণের ‘দ্য বিগ বুল’ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন॥  

অজয় দেবগণের ‘দ্য বিগ বুল’ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন॥   

বিনোদন ডেস্কঃ অজয় দেবগণের ‘দ্য বিগ বুল’ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন। সোমবার (১৬ সেপ্টেম্বর) অভিষেক তার ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন। ২০১২ সালে অভিষেক বচ্চন ও অজয় দেবগণ সর্বশেষ একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন ‘বোল বচ্চন’ সিনেমায়। তারপর তাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এবার দু’জনে এক সিনেমায় কাজ করলেও অভিষেক অজয়কে সহ-অভিনেতা হিসেবে পাচ্ছেন না। বড় পর্দায় অজয় দেবগণের উপস্থিতি থেকে ভক্তরাও বঞ্চিত হবেন এই সিনেমায়। শুধুমাত্র সিনেমাটির প্রযোজক হিসেবেই থাকছেন তিনি।সোমবার ইনস্টাগ্রামে সিনেমাটির মহরত অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে অভিষেক লেখেন, ‘আমরা যাত্রা শুরু করছি। এক নতুন অভিযান, এক নতুন আরম্ভ। আপনাদের শুভেচ্ছা চাই।’ মহরতের এই ছবিটি শেয়ার করে আশীর্বাদ চেয়েছেন অভিষেক বচ্চন। অজয় দেবগণ প্রযোজিত ‘দ্য বিগ বুল’ সিনেমাটি পরিচালনা করছেন কুকি গুলাতি। অভিষেক অভিনীত সর্বশেষ সিনেমা হলো অনুরাগ কাশ্যপের রোমান্টিক কমেডি ড্রামা ‘মনমর্জিয়ান’ (২০১৮)। কণিকা ঢিলনের এই ত্রিভুজ প্রেমের কাহিনীতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, তাপসী পান্নু ও ভিকি কৌশল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')