Entertaintment
 19 May 19, 09:33 PM
 141             0

অভিনেত্রী মায়া ঘোষের শেষকৃত্য সম্পন্ন॥

অভিনেত্রী মায়া ঘোষের শেষকৃত্য সম্পন্ন॥

বিনোদন ডেস্কঃ মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে যশোরের বেসরকারি ক্লিনিক কুইন্স হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিকেলে যশোর নীলগঞ্জ মহাশ্মশানের তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলেমেয়ে রেখে গেছেন। বড় ছেলে দীপক ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।মায়া ঘোষ ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি। পরবর্তীতে একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮৪ সালে তারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')