News71.com
 Economy
 16 May 22, 01:30 PM
 593           
 0
 16 May 22, 01:30 PM

পি কে হালদার গ্রেফতার সহযোগিতায় ভারতকে ধন্যবাদ জানানো উচিত।।হাইকোর্ট

পি কে হালদার গ্রেফতার সহযোগিতায় ভারতকে ধন্যবাদ জানানো উচিত।।হাইকোর্ট

নিউজ ডেস্কঃ হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পালিয়ে থাকা অবস্থায় ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার হালদারের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য উঠছে। সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ রুল শুনানির জন্য মেনশন করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, পি কে হালদারকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে হাইকোর্টের সুয়োমোটো রুল ছিল। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পি কে হালদার ভারতে গ্রেফতার হয়েছেন। সেটি আদালতের নলেজে এনেছি। আদালত বলেছেন, পি কে হালদারকে গ্রেফতারের বিষয়ে আদালতের আদেশ ছিল। এমতাবস্থায় ভারতে তিনি গ্রেফতার হয়েছেন ‌। তাই ভারতকে ধন্যবাদ জানানো উচিত। আদালত আরও বলেছেন,আমাদের মেসেজ ক্লিয়ার। দুর্নীতি ও অর্থ পাচারের অপরাধের বিরুদ্ধে আমারা জিরোটলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আমরা এ ব্যাপারে সিরিয়াস। এরপর রুলটি আগামীকাল কার্যতালিকায় রাখার আদেশ দেন আদালত। ২০২০ সালের ১৮ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে `পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে রুল জারি করেন আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন