News71.com
 Bangladesh
 25 Jun 22, 06:30 PM
 1322           
 0
 25 Jun 22, 06:30 PM

সুনামগঞ্জে ইয়ামাহা রাইডারস ক্লাবের ত্রাণ বিতরণ।।

সুনামগঞ্জে ইয়ামাহা রাইডারস ক্লাবের ত্রাণ বিতরণ।।

নিউজ ডেস্কঃসুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছেন ইয়ামাহা রাইডারস ক্লাবের একটি দল। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েকদিন ধরে উক্ত অঞ্চলের পানিবন্দী মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব।

উল্লেখ্য, ইয়ামাহা রাইডারস ক্লাব হলো বাইকারদের নিয়ে গঠিত একটি কমিউনিটি। ইতোপূর্বে দেশের বিভিন্ন দুর্যোগে এই ক্লাব স্বতঃস্ফূর্তভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে। ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল গত ২২ জুন ঢাকা থেকে এই কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ২৩ জুন সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার মানুষের কাছে রান্না করা খাবার, শুকনো খাবার ও জরুরি ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য একটি মেডিক্যাল টিম ছিল। এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে এসিআই মটরস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন