News71.com
 Bangladesh
 23 Jun 22, 06:37 PM
 1024           
 0
 23 Jun 22, 06:37 PM

আশ্রয় কেন্দ্রে থাকা জনগণের ঘরবাড়ির খেয়াল রাখা হচ্ছে।।আইজিপি

আশ্রয় কেন্দ্রে থাকা জনগণের ঘরবাড়ির খেয়াল রাখা হচ্ছে।।আইজিপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. বেনজীর আহমেদ বলেছেন, হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় যারা ঘরবাড়ি ফেলে আশ্রয় কেন্দ্রে এসেছেন, পুলিশ তাদের ঘরবাড়ির দিকে নজর রাখছে। বন্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করছে।  বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। পাহাড়ের ঢল আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে, যোগ করেন তিনি। 

আইজিপি আরও বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পুলিশ ত্রাণ বিতরণ করছে। বন্যা পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করবে। এর আগে তিনি হেলিকপ্টারে করে তাহিরপুর বাঁধঘাট স্কুল মাঠে পৌঁছান। সেখানে বানভাসিদের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন