নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে চারদিন পর ৫০ শতাংশ এলাকায় কিছুটা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এরমধ্যে হাসপাতাল, জেল, ডিসি অফিস, সদর থানার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে পুরো সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।সুনামগঞ্জ বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে আগে বিদুৎ দেওয়া হয়। এছাড়া আরও এলাকায় সংযোগ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। তবে যেসব এলাকার পানি এখনও নামেনি, ঐসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনই স্বাভাবিক করা হবে না বলেও জানান তিনি।