News71.com
 Bangladesh
 19 Jun 22, 11:03 AM
 1246           
 0
 19 Jun 22, 11:03 AM

সিলেটে ডাকাত আতঙ্ক নিয়ে পুলিশের বক্তব্য।।

সিলেটে ডাকাত আতঙ্ক নিয়ে পুলিশের বক্তব্য।।

নিউজ ডেস্কঃ সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতির মধ্যেই দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। এ নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বহু মানুষ আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্টও করে।

নাইমুল ইসলাম মাহিন নামে একজন পোস্ট দিয়েছেন, ‘সিলেটের তেমুখী সাহাবের গাওয়ে প্রচুর ডাকাত আক্রমণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবের সহযোগিতা কামনা করছি।’ কাউসার আলম নামে একজন তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আশপাশের দু’তিনটা মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, এলাকায় ডাকাতের আগমন ঘটছে। সবাই বাইরে চলে আসেন! সাবধানে থাকেন। মানুষের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। (তেমুখির আশপাশে)’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন