News71.com
 Bangladesh
 31 Jul 21, 09:52 PM
 116           
 0
 31 Jul 21, 09:52 PM

সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু॥ নতুন শনাক্ত ৩৪০

সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু॥ নতুন শনাক্ত ৩৪০

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৪০ জন। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত নয়জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় আট জন এবং মৌলভীবাজারে একজন।

এছাড়া করোনা আক্রান্ত ৩৪০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৭৩ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৪৪ ও মৌলভীবাজারে ৫৫ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ৩৬ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৬৯৩ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৬০ জন এবং সিলেটের চার জেলার আরও ১৪ জনের মৃত্যু হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন