News71.com
 Bangladesh
 28 Jun 20, 10:48 AM
 1121           
 0
 28 Jun 20, 10:48 AM

পাহাড়ি ঢলে সুনামগঞ্জ বন্যা॥পৌর এলাকা প্লাবিত

পাহাড়ি ঢলে সুনামগঞ্জ বন্যা॥পৌর এলাকা প্লাবিত

নিউজ ডেস্কঃ শনিবার (২৭ জুন) বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ পৌরসভার ৮০ ভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া, নীচু এলাকার শতাধিক বাড়িঘরে ঢলের পানি প্রবেশ করেছে। পৌর এলাকার সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের লোকজন পায়ে হেঁটে পানি মাড়িয়ে বাসাবাড়িতে চলাচল করছেন। জানা গেছে, শহরের নবীনগর,ধোপাখালী, ষোলঘর,কাজীরপয়েন্ট,তেঘরিয়া,সাববাড়িরঘট, হোসেনবখত চত্বর, পশ্চিম হাজীপাড়া,জগন্নাথবাড়ি,জেলরোড, লঞ্চঘাট,সুরমা মার্কেট,হাছননগর, মল্লিকপুর,কালীপুর ,রায়পাড়া, সোমপাড়া, আরপিননগর,বড়পাড়াসহ সবকটি আবাসিক এলাকার সড়ক ঢলের পানিতে নিমজ্জিত রয়েছে।

জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সুত্রে জানা যায়, সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বর্ষণে সুনামগঞ্জ সদর, তাহিরপুর,বিশ্বম্ভরপুর,জামালগঞ্জ, ধর্মাপাশা, দোয়ারাবাজার,জগন্নাথপুর, ছাতক,শাল্লাসহ ৯টি উপজেলার ২৯ টি ইউনিয়নের ৪৪ হাজার ১১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত পরিবারসহ মোট ১৯৭ টি পরিবার এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসে ওঠেছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, ৩ হাজার ৭৬৫ হেক্টর আউশ ধানের জমি ও ১৮৮ হেক্টর বর্ষাকালীন সবজি ক্ষেত ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে।ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, ফতেহপুর ইউনিয়নের চারশতাধিক কাচাঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ভিজে গো খাদ্য নষ্ট হয়েছে। কয়েক হাজার মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন