News71.com
 Bangladesh
 14 Jun 20, 06:08 PM
 1049           
 0
 14 Jun 20, 06:08 PM

চুনারুঘাটে ১৬ লাখ টাকা মুল্যের ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ ॥  

চুনারুঘাটে ১৬ লাখ টাকা মুল্যের ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ ॥   

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সুনাচং এলাকা থেকে ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আজ রবিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল এসে এন এম সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই চা পাতা জব্দ করা হয়। যার মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা ।লে. কর্নেল এসে এন এম সামীউন্নবী চৌধুরী জানান, বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৯৫৬ নম্বর সীমান্ত পিলার থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুনাচং নামক স্থান থেকে এই চা পাতা জব্দ করা হয়। ভারতের খোয়াই নদী দিয়ে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির জোয়ানরা চা পাতা জব্দ করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন