News71.com
 Bangladesh
 19 Aug 19, 08:13 PM
 1072           
 0
 19 Aug 19, 08:13 PM

সিলেট নগরের ব্যাস্ততম এলাকায় পাওয়া গেল ৬ বিষধর সাপ॥

সিলেট নগরের ব্যাস্ততম এলাকায় পাওয়া গেল ৬ বিষধর সাপ॥

নিউজ ডেস্কঃ সিলেট নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত রাজস্ব কর্মকর্তার দফতর। অদূরে মাতৃমঙ্গল হাসপাতাল। দু’টি স্থানই বছরের পর বছর অপরিচ্ছন্ন ও ঝোপঝাড় থাকার কারণে সাপের আবাসস্থলে পরিণত হয়েছে। এসব ঝোপঝাড় পরিস্কার করতে গিয়ে সেখান থেকে সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা সাপের ধাওয়া খেয়ে পালিয়ে আসেন। বিষয়টি যায় মেয়রের কানে। এরপর সেখান থেকে একে একে ছয়টি সাপ ধরে একদল সাপুড়ে। সোমবার (১৯ আগস্ট) মেয়রের নির্দেশে সাপুড়ে এনে রাজস্ব কর্মকর্তার দফতর থেকে ২টি গোখরাসহ চারটি এবং মাতৃমঙ্গল হাসপাতালের সংরক্ষিত এলাকা থেকে ২টি বিষধর সাপ উদ্ধার করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালীসহ ৭ সদস্যের একদল সাপুড়ে এ সাপগুলো ধরতে সক্ষম হন। মেয়র জানান, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজারে রাজস্ব কর্মকর্তার দফতর ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপস্থিতি বুঝতে পারে। সোমবার সকালে সাপুড়ে ডেকে সাপগুলো ধরা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন