bangladesh
 19 Aug 19, 01:03 PM
 106             0

হবিগঞ্জে প্রাইভেট কারের চাপায় পুলিশ কনস্টেবল নিহত ॥

হবিগঞ্জে প্রাইভেট কারের চাপায় পুলিশ কনস্টেবল নিহত ॥

নিউজ ডেস্কঃ রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের অধীন ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলাধীন মুগাকান্দি নামক স্থানে প্রাইভেট কারের চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার বাড়ী ময়মনসিংহ জেলার পাগলা উপজেলাধীন পাইতল ইউনিয়নের দেউলা পাড়া গ্রামে এবং তার পিতার নাম সাইফুল ইসলাম। নিহত এই কনস্টেবল সিলেট মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। জানা গেছে, আশরাফুল পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ওই গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে একটি ঢাকাগামী প্রাইভেট কার তার হোন্ডাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘাতক চালক কার নিয়ে পালিয়ে যাওয়ায় নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')