News71.com
 Bangladesh
 02 Jun 19, 12:12 PM
 1020           
 0
 02 Jun 19, 12:12 PM

মৌলভীবাজারে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন॥

মৌলভীবাজারে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন॥

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আইনজীবী আবিদা সুলতানা হত্যাকাণ্ডে অভিযুক্ত মসজিদের ইমাম ও ভাড়াটিয়া তানভীর আলম দাবি করেছেন, তাঁকে বাড়ি ছাড়তে বলার ক্ষোভ থেকেই তিনি বাড়ির মালিক আবিদাকে হত্যা করেছেন। তানভীর বলেন, দীর্ঘদিন ধরে আবিদা তাঁকে বাড়ি ছাড়তে তাড়া দিচ্ছিলেন। কিন্তু তানভীর বাড়ি ছাড়ছিলেন না। এনিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ঘটনার দিন কথা-কাটাকাটির একপর্যায়ে আবিদাকে লাঠি দিয়ে তানভীর আঘাত করেন। একপর্যায়ে পানির ফিল্টারের পাথর দিয়ে আঘাত করলে আবিদার মৃত্যু নিশ্চিত হয়।

গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার মডেল থানায় সংবাদ সম্মেলনে অভিযুক্ত ইমামের বরাত দিয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম। এর আগে গত শুক্রবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল আদালতে ১৬৪ ধারায় তানভীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই হত্যার সঙ্গে শুধু তানভীর একাই জড়িত বলে দাবি করেছেন। ঘটনার দিন ২৬ মে তানভীর বাড়িতে একা ছিলেন। তাঁর মা ও স্ত্রী অন্যত্র ছিলেন। আর ধর্ষণেরও কোনো আলামত পাওয়া যায়নি। তিনি জানান, তানভীর দাবি করেছেন তর্কাতর্কির একপর্যায়ে আবিদা ভাড়াটিয়া তানভীরকে ‘লুঙ্গি খুলে ফেলবেন’ বলে ধমক দিয়েছিলেন। এই কথার ক্ষোভ থেকেই আবিদাকে খুন করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন