bangladesh
 19 Apr 19, 01:55 PM
 161             0

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদসহ ৫ প্রতিষ্ঠানে আগুনে পুড়ে ছাই॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদসহ ৫ প্রতিষ্ঠানে আগুনে পুড়ে ছাই॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে মসজিদসহ ৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বানিয়াচং বড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে বড় বাজারের সাবরেজিস্ট্রি অফিস এলাকায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বান্নী ক্লথ স্টোর, কলি ফুড অ্যান্ড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ স্টোর এবং কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী একটি মসজিদের বেশকিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ৪টি দোকানের মধ্যে কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোরটি গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ব্যবসা শুরু এক দিনের মাথায়ই বড় ধরনের এ দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বানিয়াচং ফায়ার স্টেশনের কর্মী রামপ্রসাদ চন্দ্র জানান, ব্যবসায়ীদের দাবি অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সঠিক সময়ে ফায়ার সার্ভিস না পৌঁছালে আরো বড় ধরনের ক্ষতি হতে পারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')