News71.com
 Bangladesh
 11 May 22, 06:09 PM
 550           
 0
 11 May 22, 06:09 PM

দিনাজপুরে গৃহবধূ হত্যা মামলা॥ ৩ জনের মৃত্যুদণ্ড

দিনাজপুরে গৃহবধূ হত্যা মামলা॥ ৩ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ দিনাজপুরে গৃহবধূকে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও আরেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মে) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোএসএম রেজাউল বারী এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামে সাধনা নন্দ চৌধুরী (৬৩), আকাশ চৌধুরী (২৭), সাধনানন্দ চৌধুরীর স্ত্রী প্রতিমা রানি চৌধুরী (৪৫), চকচকা গ্রামের রবীন্দ্রনাথ দাশের ছেলে জীবন চন্দ্র দাস (৩০), কাটাবাড়ী গ্রামের কার্তিক চন্দ্র মহন্তের ছেলে কাজল মহন্ত (৩১)। আসামি প্রতিমা, আকাশ ও কাজলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। আর নিহতের স্বামী সাধনা কে আমৃত্যু কারাদণ্ড এবং জীবনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একইসঙ্গে জীবনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন