News71.com
 Bangladesh
 12 Nov 21, 11:32 AM
 800           
 0
 12 Nov 21, 11:32 AM

কুড়িগ্রামে নৈশকোচের চাপায় পিষ্ঠ হয়ে নিহত ৪॥

কুড়িগ্রামে নৈশকোচের চাপায় পিষ্ঠ হয়ে নিহত ৪॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঢাকাগামী নৈশকোচের চাপায় পিষ্ঠ হয়ে অটোরিকশার চালক ও একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- অটোচালক আব্দুল জলিল (৫৫), শহিদুল আলম (২৭), সুমাইয়া খাতুন (৪) ও সুফিয়া খাতুন। অটোরিকশা চালক বাদে তিনজন রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নৈশকোচ রায়গঞ্জের আলেপের তেপথি জুলেখো পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক আব্দুল জলিল ও যাত্রী শিশু সুমাইয়া। গুরুত্বর আহত অবস্থায় শিশুটির বাবা শহিদুল ইসলাম, মা শাহানাজ বেগম ও দাদী সুফিয়া খাতুনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশু সুমাইয়া খাতুনের বাবা শহিদুল ইসলাম ও দাদী সুফিয়া খাতুনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন