News71.com
 Bangladesh
 01 Nov 21, 06:24 PM
 598           
 0
 01 Nov 21, 06:24 PM

দিনাজপুরে মোদীর উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর॥

দিনাজপুরে মোদীর উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ ভারত সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বেসিক লাইফ সাপোর্ট সংযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির একটি অংশ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে তার বাংলাদেশ সফরের সময় এ অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা করেছিলেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে পিপিই কিট, টেস্টিং কিট, ভ্যাকসিন সরবরাহ এবং সক্ষমতা বাড়ানোসহ বিভিন্নভাবে সহায়তা করেছে ভারত। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে ভারত তার সামর্থ্যের সীমার মধ্যে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজমুল ইসলাম ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস চিকিৎসকসহ অন্যান্য অতিথিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন