News71.com
 Bangladesh
 05 Jul 21, 07:20 PM
 641           
 0
 05 Jul 21, 07:20 PM

করোনা॥ রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

করোনা॥ রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৫ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে এ বিভাগে ৬৩ জনের মৃত্যু হলো। এছাড়া গত একদিনে ১ হাজার ৯৭৫টি নমুনা পরীক্ষায় ৬৭৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ। মৃত্যু হওয়া ১৫ জনের মধ্যে দিনাজপুরে চারজন, ঠাকুরগাঁওয়ে তিন, রংপুরে তিন, লালমনিরহাটে দুই এবং পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামে একজন করে রয়েছেন। সোমবার (০৫ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮২ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬৩ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষায় ২৮ হাজার ৯২৪ জনের পজিটিভ এসেছে। সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন