News71.com
 Bangladesh
 03 Jul 21, 07:23 PM
 641           
 0
 03 Jul 21, 07:23 PM

২৪ ঘন্টায় রংপুরে বিভাগে রেকর্ড মৃত্যু ১৪॥ নতুন শনাক্ত ৫৩২ করোনা রোগী

২৪ ঘন্টায় রংপুরে বিভাগে রেকর্ড মৃত্যু ১৪॥ নতুন শনাক্ত ৫৩২ করোনা রোগী

নিউজ ডেস্কঃ রংপুর বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জনের। মৃতদের মধ্যে দিনাজপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে চার, গাইবান্ধায় দুই এবং রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ে একজন করে। শনিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনাক্ত হওয়া ৫৩২ জনের মধ্যে দিনাজপুরে ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪, রংপুরে ৫৫, পঞ্চগড়ে ৪২, কুড়িগ্রামে ৩২, গাইবান্ধায় ২৯, লালমনিরহাটে ১২ এবং নীলফামারীতে ১০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৬ জন। স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুলাই) বিভাগের আট জেলার ২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন