News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:04 AM
 197           
 0
 25 Feb 21, 10:04 AM

দিনাজপুরে পুকুরে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু।।

দিনাজপুরে পুকুরে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ ও জুবায়ের। তাদের বয়স ৪ বছর। তারা সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

 

শিশু দুটির চাচা আব্দুল হাই বকুল জানান, জুনায়েদ ও জুবায়ের বিকালে বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের মা তাদের বাড়িতে আসার জন্য ডাকতে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের খুঁজে না পেলে বিষয়টি বাড়ির লোকজনসহ গ্রামের সবাই জানতে পারে। এ সময় সবাই মিলে খোঁজা শুরু করলে বাড়ির অদূরে পুকুরে তাদের লাশ ভেষে থাকতে দেখতে পায়। গ্রামবাসীর ধারণা, এক ভাই পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক ভাই তাকে উদ্ধার করার জন্য পানিতে নেমে ডুবে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন