News71.com
 Bangladesh
 21 Feb 21, 02:35 PM
 784           
 0
 21 Feb 21, 02:35 PM

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ-জাপা সংঘর্ষে আহত ২৫ জন॥

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ-জাপা সংঘর্ষে আহত ২৫ জন॥

 

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও ২টিতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোলাহাটের ২নং উর্দুভাষী ক্যাম্পে পৌর নির্বাচনের প্রচারণা চালায় জাপা সমর্থিত মেয়রপ্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে শহরের প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরীর বাসার সামনে জাপা নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। 

 

এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন সমর্থক আহত হন। এ সময় জাপা সমর্থকদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম জানান, পথসভা শেষে ওই পথে ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তাদের হামলায় ২০ থেকে ২২ জন নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন