News71.com
 Bangladesh
 29 Dec 20, 09:25 PM
 879           
 0
 29 Dec 20, 09:25 PM

রংপুরে ৬ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

রংপুরে ৬ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ অনিয়মের দায়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ছয় ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩), পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে। মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। র‍্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এমএইচবি, এএফটি, আরডিএস, বিবিএ, এমটিএস ও এএসবি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। রংপুরের সব উপজেলায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন