News71.com
 Bangladesh
 13 Aug 20, 11:33 AM
 930           
 0
 13 Aug 20, 11:33 AM

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ ॥ একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ও আহত ২  

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ ॥ একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ও আহত ২   

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে প্রাইভেটকার ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শিশুসহ আরও দুই জন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে মহাসড়কের রায়পুর আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে বিল্লাল হোসেন (২৫) ও প্রাইভেটকারের ড্রাইভার (নাম অজ্ঞাত)। আহত হয়েছে মজিবুরের সন্তান জয়নব (৯) ও ড্রাইভারের সহকারী। ড্রাইভারের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর আরডিআরএস বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি'র একটি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের ৫ যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বিল্লাল হোসেন ও প্রাইভেটকারের ড্রাইভার মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন