News71.com
 Bangladesh
 02 Jul 20, 07:00 PM
 1522           
 0
 02 Jul 20, 07:00 PM

লালমনিরহাট-পঞ্চগড়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু॥

লালমনিরহাট-পঞ্চগড়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে ও পঞ্চগড়ে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন দু'জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।এদিকে, পঞ্চগড়ের মাড়েয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া এলাাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত মহেশ চন্দ্র ওই এলাকার মহেন্দ্র নাথের ছেলে।লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার পূর্ববেজ গ্রাম এলাকার মৃত রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪৮) ও একই এলাকার মৃত আব্দুল হামিদের পূত্র আতিউল্ল্যা (৩৮)। সকালে তারা মাছ ধরতে যান বাড়ির পাশে কালির বিল নামক এলাকায়। সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে মন্টু মিয়া ও আতিউল্যা ঘটনাস্থলেই মারা যান।অপরদিকে পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের খন্দকার আলীর পুত্র জাহিদুল ইসলাম (২৬) ও জহির উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২৪) দহগ্রামের সাকোয়া নদীতে মাছ ধরতে যান। আনুমানিক ভোর ৫টার দিকে বজ্রপাতে তারা মারা যান। আহত হন আরো দুজন।আহতরা হলেন বাদশা মিয়া (২৬) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন