News71.com
 Bangladesh
 09 Jan 20, 06:32 PM
 1019           
 0
 09 Jan 20, 06:32 PM

প্রচন্ড শীতে রংপুরে আগুন পোহাতে গিয়ে দুই বৃদ্ধার মৃত্যু॥

প্রচন্ড শীতে রংপুরে আগুন পোহাতে গিয়ে দুই বৃদ্ধার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রংপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে দুই বৃদ্ধা মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, নিহত দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়ও গত দুইদিনে আরও তিনজন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্ককাজনক। বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে আরও ৩০ জন চিকিৎসাধীন। তিনি আরও জানান, গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন বার্ন ইউনিটে মারা গেছেন। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন