News71.com
 Bangladesh
 17 Oct 19, 10:33 AM
 898           
 0
 17 Oct 19, 10:33 AM

‘কুড়িগ্রাম এক্সপ্রেসের’ বাণিজ্যিক যাত্রা শুরু ।।

‘কুড়িগ্রাম এক্সপ্রেসের’ বাণিজ্যিক যাত্রা শুরু ।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন বাণিজ্যিকভাবে বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে। বুধবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেন। কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম সরাসরি ট্রেনটি চালু হওয়ায় যাতায়াতে দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে কুড়িগ্রামবাসীর। ট্রেনটি সপ্তাহের প্রতি বুধবার ছাড়া ছয় দিনই সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি ১৪টি বগি নিয়ে যাতায়াতে রংপুর-বদরগঞ্জ, পার্বতীপুর-জয়পুরহাট, সান্তাহার-নাটোর, মাধনগর-টাঙ্গাইল, মৌচাক-বিমানবন্দর এই ১০টি স্টেশনে যাত্রী ওঠানামায় বিরতি থাকবে। রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মো. হারুন অর রশীদ জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস সার্ভিসের জন্য ইন্দোনেশিয়া থেকে সদ্য আসা নতুন কোচ বরাদ্দ দেয়া হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচলের পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ করা শাটল ট্রেনটিও চলমান থাকায় দুটি আন্তঃনগর ট্রেনের সুবিধা পাবেন কুড়িগ্রামবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন