News71.com
 Bangladesh
 15 Oct 19, 12:24 PM
 970           
 0
 15 Oct 19, 12:24 PM

গাইবান্ধার ৫ রাজাকারের ফাঁসি॥

গাইবান্ধার ৫ রাজাকারের ফাঁসি॥

নিউজ ডেস্কঃ একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার(১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিনুর ইসলাম এ রায় ঘোষণা করেন। এরআগে, বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭৬ পৃষ্ঠার একটি রায় পড়েন। এ মামলায় প্রসিকিউটর ছিলেন, মোখলেসুর রহমান বাদল। আর আসামিপক্ষে আইনজীবী আবুল হাসান মামলা পরিচালনা করেন। এরআগে, গত ২১ জুলাই এ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। মামলায় মোট আসামি ছিলেন ছয়জন। তাদের মধ্যে মো. রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। পলাতক আসামিরা হলেন- রাজাকার কমান্ডার আবদুল জব্বার(৮৬), মো. জাফিজার রহমান খোকা(৬৪), মো. আবদুল ওয়াহেদ মণ্ডল(৬২), মো. মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮) ও মো. আজগর হোসেন খান(৬৬)। এদের মধ্যে আজগর হোসেন খান মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন