News71.com
 Bangladesh
 09 Sep 19, 01:42 PM
 891           
 0
 09 Sep 19, 01:42 PM

নীলফামারীর ডোমারে আগুনে ৫৬ ঘর পুড়ে ছাই॥

নীলফামারীর ডোমারে আগুনে ৫৬ ঘর পুড়ে ছাই॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলায় ১৮টি পরিবারের ৫৬টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার ভোররাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে, ডোমার ও নীলফামারী সদরের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘর, আসবাবপত্র, গরু-ছাগল, ধান, চাল, নগদ টাকাসহ প্রায় ৭৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

নীলফামারী অগ্নি নির্বাপক কেন্দ্রে উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, খবর পেয়ে, ডোমার ও নীলফামারী সদরের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৭৫ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন