Bangladesh
 12 Jul 19, 08:10 PM
 220             0

দিনাজপুরে বাল্যবিয়ের আয়োজন করায় দুইজনের ৬ মাসের কারাদণ্ড॥

দিনাজপুরে বাল্যবিয়ের আয়োজন করায় দুইজনের ৬ মাসের কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ বাল্যবিবাহ একটি ঘৃন্য এবং শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে দিনাজপুরের বিরলে বরের খালু ও কনের নানাকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরল উপজেলার নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর। আজ শুক্রবার দুপুরে বিরল উপজেলার পুরিয়া গ্রামের নুর জামাল তার বাড়িতে এই বিয়ের আয়োজন করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, বরের খালু জমিল উদ্দীন (৪৮) এবং কনের নানা নুর জামাল (৪৬)। পুলিশের মাধ্যমে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে । বাল্যবিবাহের প্রতিবাদে যদি এমন দৃষ্টান্ত স্থাপন করা যায় তাহলে সমাজ থেকে কমে যাবে বাল্য বিবাহ , সাংসারিক অশান্তি , অপমৃত্যু । সকলকে সচেতন হতে হবে , তাহলেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')