News71.com
 Bangladesh
 11 Sep 17, 07:35 AM
 1222           
 0
 11 Sep 17, 07:35 AM

রংপুরে ঘর নির্মাণের টাকা পেল বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবার।।

রংপুরে ঘর নির্মাণের টাকা পেল বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবার।।

নিউজ ডেস্কঃ বন্যায় বসতবাড়ি হারানোর পর তারা থাকতেন খোলা আকাশের নিচে। এখন ঘর নির্মাণের টাকা পেয়ে তারা খুশি। আজ সোমবার বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ টাইলস ডিলার্স ও ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়নের ছোট রুপাই, মর্ণেয়া, গজঘণ্টা, ভরসার বাজার এবং দিনাজপুরের পাবর্তীপুর এলাকার ৪০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

ঘরহারা মানুষগু ঘর নির্মাণের টাকা পেয়ে তাৎক্ষণিক খুশিতে চোখের পানি ছেড়ে অনুভূতি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল আহসান,টাইলস ডিলারর্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি ইউসুফ,জেনারেল সেক্রেটারি গোলোম রসুল বেলালসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন