News71.com
 Bangladesh
 10 Aug 17, 03:34 AM
 1227           
 0
 10 Aug 17, 03:34 AM

শুল্ক প্রত্যাহার আগাম খবরে হিলি স্থলবন্দরে চাল খালাস বন্ধ।।  

শুল্ক প্রত্যাহার আগাম খবরে হিলি স্থলবন্দরে চাল খালাস বন্ধ।।   

নিউজ ডেস্কঃ ভারত থেকে দেশে চাল আমদানিতে বর্তমানে আরোপিত ১০ ভাগ শুল্কহার কমছে বা প্রত্যাহার করা হতে পারে এমন আগাম সংবাদের পর থেকে আমদানীকারকরা চাল খালাসে ধীরগতি রেখেছেন। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আটকা পড়ে আছে শতাধিক চালবোঝাই ট্রাক। তবে সরকার যদি চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার কিংবা কমিয়ে দেয়,তাহলে বন্দর দিয়ে যেমন চালের আমদানি বাড়বে,তেমনি দেশের বাজারে চালের দাম কমবে বলে ব্যবসায়ীরা জানান।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের আহবায়ক হারুন উর রশীদ হারুন মুঠোফোনে নিউজ ৭১ ডটকমকে জানান, আরোপিত শুল্ক প্রত্যাহার করা হতে পারে সম্প্রতি এমন খবরের পর থেকেই চাল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। তারা মনে করছেন এখনই যদি বন্দর থেকে চাল খালাস করে নেন,আর সরকার যদি শুল্ক প্রত্যাহার করে নেয়, তাহলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণেই বন্দর থেকে চাল খালাস করছেন না কেউ কেউ।

উল্লেখ্য, চাল আমদানিতে শুল্কহার ২৮ ভাগ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি প্রায় বন্ধ ছিল। সে সময় মাঝে মধ্যে দুই/চার ট্রাক করে চাল আমদানি হতো। পরে গত ২০ জুন চাল আমদানিতে শুল্কহার ২৮ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চালের আমদানি বেড়ে যায়। বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ ট্রাক চাল আমদানি হয়। কিন্তু আবার শুল্ক হার প্রত্যাহার করা হচ্ছে এমন আগাম খবরের পর থেকে চাল খালাস বন্ধ রেখেছে আমদানীকারকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন