News71.com
 Bangladesh
 25 Jul 22, 10:42 AM
 1228           
 0
 25 Jul 22, 10:42 AM

ঈশ্বরদীতে হাট ইজারা-খাজনা তোলা নিয়ে সংঘর্ষে আহত ২০।।

ঈশ্বরদীতে হাট ইজারা-খাজনা তোলা নিয়ে সংঘর্ষে আহত ২০।।

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে হাটের ইজারা ও খাজনা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সন্ধ্য সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা লক্ষিকুন্ডার চরে আঞ্চলিক আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে চরকুড়ুলিয়া মফিজের ঘাট এলাকায় কামাল গ্রুপ ও শান্টু গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিশাঠা নিয়ে একে অপরের ওপরে হামলা করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুত্বর আহত হন।

আহতদের উদ্ধার করে পাবনা জেলারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত বেশ কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানের স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ইশ্বরদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, উপজেলার আলহাজ্ব মোড় হাট ও চরগড়গড়ি মাদরাসা হাটের ইজারা এবং খাজনা তোলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। রোববার সন্ধ্যার দিকে লক্ষিকুন্ডা ইউনিয়নের লক্ষিকুন্ডাচরের মফিজের ঘাট এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন