News71.com
 Bangladesh
 21 Jun 22, 10:16 PM
 1309           
 0
 21 Jun 22, 10:16 PM

পুঠিয়ায় মহাসড়কে ট্রাক-লেগুনার সংঘর্ষ।। নিহত ২

পুঠিয়ায় মহাসড়কে ট্রাক-লেগুনার সংঘর্ষ।। নিহত ২

নিউজ রাজশাহীর পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাক-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়কে মুখোমুখী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনাচালক নিহত হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ যাত্রী। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে লেগুনাচালক শামসুজ্জামান (৩৫) ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রাশেদুল ইসলাম (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মালবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী লেগুনা নাটোর থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের ঘোষপুকুরপাড়ে দুই যানবাহনের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে লেগুনাটি মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ও হেলপার নেমে কৌশলে পালিয়ে গেলেও লেগুনার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। অন্য যাত্রীরা আহত হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতে তাদের হাসপাতালে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন