News71.com
 Bangladesh
 21 Jun 22, 02:25 PM
 1315           
 0
 21 Jun 22, 02:25 PM

নাটোরে নসিমন খাদে।।আহত ২ আম ব্যবসায়ীর মৃত্যু

নাটোরে নসিমন খাদে।।আহত ২ আম ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত নসিমন খাদে পড়ে মো. মন্টু মিয়া (৫০) ও শাহীন আলম (৩০) নামে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা দুইজন পরস্পর চাচা-ভাতিজা বলে জানা গেছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুর্ঘটনায় আহত হন তারা। বিকেল সোয়া ৫টার দিকে বনপাড়া জাহেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মন্টু মিয়া চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নবিস উদ্দিনের ছেলে এবং শাহীন আলম একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তারা চুয়াডাঙ্গা থেকে বড়াইগ্রামের আহম্মেদপুর আড়তে আম কিনতে আসছিলেন বলে জানা গেছে। বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা দু’জন নিজ বাড়ি থেকে আম কেনার উদ্দেশ্যে শ্যালোইঞ্জিন চালিত নসিমনে চেপে নাটোরের আহম্মেদপুর বাজারে আসছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় নসিমনটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া জাহেদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া ও শাহীন আলম মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন