News71.com
 Bangladesh
 06 Jun 22, 10:11 AM
 1915           
 0
 06 Jun 22, 10:11 AM

পাবনায় কারখানায় অগ্নিকাণ্ড।।

পাবনায় কারখানায় অগ্নিকাণ্ড।।

নিউজ ডেস্কঃ  পাবনার বেড়া উপজেলার মানিকনগর এলাকায় কিউলিন ইন্ডাস্ট্রি লিমিটেডের (পাটখড়ি প্রক্রিয়াজাতকরণ) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বোরবার (৫ জুন) রাতে কারখানার পাটখড়ি রাখার গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের বেড়া ও কাশিনাথপুরের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটখড়ির গুদামের চুল্লি থেকে আগুন লাগলেও তাদের নিজস্ব কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রিন্টু বলেন, জনবসতি পূর্ণ এলাকায় এমন কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা দুঃখজনক। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। কিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন মুহূর্তের মধ্যে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন