News71.com
 Bangladesh
 08 May 22, 06:18 PM
 439           
 0
 08 May 22, 06:18 PM

কারো প্ররোচনায় টিটিইকে বরখাস্ত করলে ডিসিও শাস্তি পাবেন ।।

কারো প্ররোচনায় টিটিইকে বরখাস্ত করলে ডিসিও শাস্তি পাবেন ।।

নিউজ ডেস্কঃ  রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে তিন ট্রেনযাত্রীর সঙ্গে অসদাচারণের দায়ে বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলাম (৩৮) বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তদন্তের মেয়াদকাল বৃদ্ধি করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। কারো প্রচোরণায় প্রভাবিত হয়ে টিটিই শফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা প্রমাণিত হলে যিনি বরখাস্ত করেছেন তাকেও শাস্তি পেতে হবে।  রোববার (৮ মে) দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সামনে এ তথ্য নিশ্চিত করেন। দুপুর ১২টায় বরখাস্ত আদেশ প্রত্যাহার করে আরও দুই কার্যদিবসে তদন্তের মেয়াদকাল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, রোববার (৮ মে) সকাল ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের বাণিজ্যিক কার্যালয়ে অভিযুক্ত ওই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে বসে থাকতে দেখা গেলেও দুই ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দেখা মেলেনি। বুধবার (৪ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন ছাড়ার পর এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ মে) ঈশ্বরদী হেডকোয়াটার্সের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কার্যালয়ে দেখা করার আদেশ দেওয়া হয়। সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক দফতরে অভিযুক্ত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সকাল থেকে বসিয়ে রাখা হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত দেখা মেলেনি কোনো তদন্ত কর্মকর্তার।  ঈশ্বরদী জংশন স্টেশন সূত্রে জানা যায়, বুধবার (৪ মে) রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে তিনটি সিট ফাঁকা ছিল। খুলনা থেকে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তিনজন যাত্রী টিকিটে এসি কেবিনে চড়ে বসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন