News71.com
 Bangladesh
 08 May 22, 11:36 AM
 536           
 0
 08 May 22, 11:36 AM

দুই বাসের সংঘর্ষে হাত হারালেন সুপারভাইজার।।

দুই বাসের সংঘর্ষে হাত হারালেন সুপারভাইজার।।

নিউজ ডেস্কঃ  নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হাত হারিয়েছেন সিয়াম পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৮)। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।গুরুতর আহত রবিউলের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার সেনবাগ গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।দুর্ঘটনার পর তাকে প্রথমে নাটোরের বনপাড়ার আমেনা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিউলের স্ত্রী সাজেদা বেগম জানান, শুক্রবার (০৬ মে) সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি তার স্বামী। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে আরিফ হোসেনের বয়স ৫ বছর ও আবদুল বারীর বয়স ৩ বছর। রবিউলই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় স্বামী বাঁ হাত হারালেও প্রাণে বেঁচে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি। এর আগে শনিবার বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে বনপাড়া থেকে ছেড়ে যাওয়া সিয়াম ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে স্থানীয় হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন