
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) সকালে জেলা সদরে ও শিবগঞ্জ উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরে সামিয়া শিফা (৬) ও শিবগঞ্জে আব্দুর রশিদ ভুতু (৫৮)।
নিহত দু’জনের মধ্যে সামিয়া রাজশাহীর পুঠিয়ার তাহেরপুর এলাকার রায়হান আলীর মেয়ে ও জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়ের বাবলাবনা এলাকার মৃত লুৎফল হকের ছেলে আব্দুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে সদরের বালিকাপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল সামিয়া। এ সময় ব্যাটারিচালক একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। এ অবস্থায় সামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সে মারা যায়। ঘাতক ইজিবাইক জব্দসহ চালককে আটক করা হয়েছে।