News71.com
 Bangladesh
 02 Dec 21, 10:59 PM
 460           
 0
 02 Dec 21, 10:59 PM

রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস কারাগারে॥ ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস কারাগারে॥ ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিউজ ডেস্কঃ রাজশাহীর কাটাখালী পৌরসভার বিতর্কিত মেয়র আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তাকে বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে তাকে নিয়ে রাজশাহী পৌঁছায় বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে র‌্যাব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- ১ ডিসেম্বর রাতে র‌্যাবের কাছ থেকে আব্বাসকে গ্রহণ করে বোয়ালিয়া থানা পুলিশ। এরপর তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়। সকাল ৭টা ৪০ মিনিটে তাকে নিয়ে রাজশাহী পৌঁছায় পুলিশ। এরপর বলে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে এর শুনানি অনুষ্ঠিত হয়নি। রোববার (৫ ডিসেম্বর) রিমান্ড আবেদনের শুনানি হতে পারে। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। জাতির জনকের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ২৩ নভেম্বর রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সদর দফতরের অনুমোদনের পর ২৪ নভেম্বর মামলাটি গ্রহণ করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলাটি রেকর্ড করে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন