নিউজ ডেস্কঃ রাজধানীর নীলক্ষেতের বাসায় গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দেখা দেয় শ্বাসকষ্ট। পাশে থাকা তার সহপাঠী রাত তিনটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। কল পেয়ে ইনহেলার কিনে পৌঁছে দেয় শাহবাগ থানা পুলিশ।
রবিবার বিকালে জাতীয় জরুরি সেবা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই শিক্ষার্থী ৯৯৯ কে জানান, "করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা কয়েকজন ছাত্রী দক্ষিণ নীলক্ষেত বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সেখানে তার এক সহপাঠী ছাত্রী ঠান্ডা ও এলার্জিজনিত সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার সহপাঠীর শ্বাসকষ্ট হচ্ছে, দ্রুত তাকে নেবুলাইজার বা ইনহেলার দেয়া দরকার।" এমন সংবাদ পেয়ে ওই ছাত্রীর সাহায্যে এগিয়ে আসে শাহবাগ থানা পুলিশ।