News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:12 AM
 707           
 0
 29 Jan 21, 11:12 AM

বগুড়ায় ১২০ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।।

বগুড়ায় ১২০ বিঘা জমিতে প্রস্ফুটিত হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি।।

 

নিউজ ডেস্কঃ মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার ১২০ বিঘা (৪০ একর) জমিতে ধান চাষের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। 'শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’এর উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ব্যতিক্রমী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১২০ বিঘা জমিতে দুই ধরনের ধানের চারা রোপনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা হবে। আয়োজকরা জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কয়েক মাস আগ থেকে কাজ শুরু হয়েছে।

 

বালেন্দা গ্রামের একত্রে ১২০ বিঘা জমি কৃষকদের নিকট থেকে লিজ নেয়া হয়েছে। এরপর সেখা‌নে বিদেশ থেকে আমদানী করা বেগুনি ও সবুজ দুই ধরনের হাইব্রীড ধানের চারা উৎপাদন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিকল্পনা মোতাবেক স্থানীয় কৃষকদের দিয়ে এসব চারা রোপন করা হবে। যাতে পাখির চোখে (উঁচু থে‌কে)‌‌ ৪০ একর জমিতে রোপনকৃত ধানের দৃশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধরা পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন