নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি একই সংগঠনের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ জেলা শহরের দিয়ার ধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে। তিনি দুই মাসের বেশি সময় ধরে পলাতক ছিলেন। এক সপ্তাহের ব্যবধানে বিজয় হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করলো ডিবি পুলিশ।
জিহাদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জিমেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে জিহাদকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) মামলার দ্বিতীয় আসামি জেলা ছাত্রলীগের অন্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করা হয়।