News71.com
 Bangladesh
 30 Aug 20, 11:31 AM
 923           
 0
 30 Aug 20, 11:31 AM

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজের উপর সন্ত্রাসী হামলা॥

পাবনায় সাংবাদিক নবী নেওয়াজের উপর সন্ত্রাসী হামলা॥

নিউজ ডেস্কঃ পাবনা থেকে প্রকাশিত দৈনিক এ যুগের দীপ পত্রিকার বার্তা সম্পাদক নবী নেওয়াজ এর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার শহরের অদূরে মহেন্দ্রপুরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় এসআই সুব্রতর নেতৃত্বে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হামলাকারীরা যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মহেন্দ্রপুর গ্রামের মৃত আবু সামা মিয়ার ছেলে সাংবাদিক নবী নেওয়াজ বলেন, শনিবার রাতে মহেন্দ্রপুর এলাকার চিহ্নিত সংঘবদ্ধ চক্রের সদস্যরা হামলা চালিয়ে গুরুতর জখম ও আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।এজাহারে তিনি উল্লেখ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির ক্যাডার ৪নং আসামি ওবায়দুল হক ওরফে ওবাইয়ের হুকুমে ১নং আসামি শিমলা খাতুন ও ২নং আসামি রুনি খাতুন তার টিশার্টের কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। ৩নং আসামি রাব্বি, ৪নং ওবায়দুল হক ও ৫নং আসামি আব্দুল জলিলদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ ও কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে। তাকে হত্যার উদ্দেশ্যে ৩নং আসামী রাব্বির হাতে থাকা জিআই পাইপ দ্বারা মাথায় আঘাত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন