News71.com
 Bangladesh
 29 Aug 20, 07:30 PM
 914           
 0
 29 Aug 20, 07:30 PM

পাবনায় সরকারি উন্নয়ন কাজে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা আটক॥

পাবনায় সরকারি উন্নয়ন কাজে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা আটক॥

নিউজ ডেস্কঃ সরকারি উন্নয়ন কাজে বাধা ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদাবাজির অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয় । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাথিয়া বাইপাস সড়ক নির্মাণ করছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছুদিন ধরে ওই ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দিচ্ছিলেন। এরই জেরে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারপিট করেন তিনি। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন