নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান নামে পৌর আওয়ামী লীগের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান। বুধবার দুপুরে উপজেলার মাসুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের তথ্য পাওয়া যায়। পরে ওই স্থানে অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করা হয়। এসময় সেখান থেকে ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ২টি সিম এবং নগদ একহাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।