News71.com
 Bangladesh
 25 Aug 20, 08:42 PM
 907           
 0
 25 Aug 20, 08:42 PM

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি আটক॥

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি আটক॥

নিউজ ডেস্কঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম। জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকায় রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালায়। এতে ৪০০ গ্রাম হেরোইনসহ মজিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ী থানার গড়েরমাঠ এলাকার মৃত সিরাজউদ্দীনের ছেলে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ’র নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করছে রাজশাহী জেলা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন